MechedaOthers Travel 

পরিচয় মিলল মেচেদা লোকালে মৃত যুবকের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বহু তদন্তের পর অবশেষে লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় পাওয়া গেলো। উদ্ধার হওয়া মৃত যুবকের নাম হাসান আলি(৪৫)। তিনি আদতে পাঁশকুড়া থানার গোবিন্দনগর এলাকার বাসিন্দা। কর্মসূত্রে তিনি কলকাতার বউবাজারে থাকতেন। বউবাজার থানা এলাকার বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাঁর হোটেলের ব্যবসা ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিঘায় প্রতিমা নামক একটি হোটেল লিজ নেওয়ার কথা ছিল হাসান আলির। সেইমত কয়েকজন ব্রোকারকে টাকা দিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। গত ২৪ তারিখ থেকে নিহতের বাড়ির লোক তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। বহুবার চেষ্টা করা সত্বেও কোনও উত্তর না মেলায় সেদিন রাতেই পরিবারের তরফে পাঁশকুড়া থানায় তাঁর নামে নিখোঁজ ডাইরি করা হয়।
উল্লেক্ষ, গত মঙ্গলবার রাতে কারশেডে দাঁড়িয়ে ছিল হাওড়া-মেচেদা লোকাল। সকালে সাফাইকর্মীরা ট্রেনের কামরা পরিস্কার করতে গিয়ে ফাঁকা ট্রেনে একটি ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে এক ব্যক্তির মৃত দেহ। তড়িঘড়ি জিআরপি ও স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক মহকুমা হাসপাতালে পাঠায়। পরে ওই নিখোঁজ পরিবার এর লোকজনদের পাঁশকুড়া জিআরপি থানায় ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে হাসান আলির মৃতদেহ শনাক্ত করে তাঁর পরিবারের লোকেরা।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ব্রোকাররাই টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই খুন করলেও করতে পারে। এদিকে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া জিআরপি থানার পুলিশ।

Related posts

Leave a Comment