birat and amedabadBreaking News Others Sports 

আহমেদাবাদ টেস্টে বিরাট বিক্রম

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে ম্যাচের রাশ ভারতের দিকে । এই মুহূর্তে ম্যাচের ফলাফল: অস্ট্রেলিয়া ৪৮০ ও ৩-০। ভারত৫৭১(১৭৮.৫) । আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫ তম শতরান করেন বিরাট কোহলি। শুভমান গিলের পর বিরাট কোহলির অনবদ্য শতরান। প্রায় ২ দিন ধরে ব্যাটিং করার পর আহমেদাবাদ টেস্টের রাশ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে ভারতীয় দল। অনেক দিন বাদে টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের রান করলেন বিরাট । চতুর্থ দিনে জাদেজার পর কোহলিকে যোগ্য সঙ্গ দিয়েছেন অক্ষর প্যাটেল। আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিন। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment