result and electionBreaking News Others Politics 

উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোটের একঝলক

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভার নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা ৷ মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে ত্রিপুরার নির্বাচন ৷ সেখানে ত্রিমুখী লড়াই জমজমাট। তিপ্রামোথাও ভালো ফলাফলের দিকে ৷ অন্যদিকে মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচনের ফলাফল ঘিরে উন্মাদনা ৷

মেঘালয়ে প্রথমবারের জন্য আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূল দলের ৷ উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে ৷

নাগাল্যান্ড রাজ্যে ফের বিজেপি সরকার হতে চলেছে ৷ এখানে সরকার গড়ার পথে এনডিপিপি-বিজেপি জোট ৷ নাগাল্যান্ডে বিজেপি জোট এগিয়ে ৩৬টি আসনে ৷ এনপিএফ-২টি, কংগ্রেস- ৪, এনপিপি-৩ এবং অন্যান্যরা এগিয়ে ১৫টি আসনে ৷

ত্রিপুরায় ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে হাডাহাড্ডি লড়াইয়ে হারালেন তিনি। ত্রিপুরার মাটিতে ফের গেরুয়া ঝড় দেখা যাচ্ছে ৷

এখনও পর্যন্ত ৩২টি আসনে এগিয়ে বিজেপি ৷ ২টি আসনে ইতিমধ্যে জয়ী ঘোষণা হলেন দুই বিজেপি প্রার্থী যাদব লাল দেবনাথ ও পিনাকি দাস চৌধুরী ৷ পাশাপাশি উত্তর ত্রিপুরার বাগবাসা আসনে জয়ী হলেন যাদব লাল দেবনাথ এবং কল্যাণপুর-প্রমোদনগর আসনে পিনাকি দাস চৌধুরী জয়ী হলেন ৷

মেঘালয়ে এগিয়ে এনপিপি। মেঘালয়ে অনেকটাই এগিয়ে এই দল ৷ বিজেপি-কংগ্রেসের লড়াই প্রায় সমানে সমানে ৷ গারো পার্বত্য এলাকায় ৪ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷
এই মুহূর্তে মেঘালয়ে দ্বিতীয় স্থানে তৃণমূল ৷ মেঘালয়ে ভোট শতাংশেও বিজেপিকে টক্কর দিচ্ছে তৃণমূল ৷ এখানে সর্বশেষ খবরে জানা যায়, বিজেপির ভোট ৮.৯ শতাংশ এবং তৃণমূলের ভোট ১৩.১ শতাংশ ৷ (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment