কাতারে ফের অঘটন : জাপান হারাল জার্মানিকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে ফের অঘটন। জাপানের ফুটবল এশিয়াকে গর্বিত করল। জাপান হারিয়ে দিল জার্মানিকে। প্রথমে একগোলে এগিয়ে গেলেও শেষ রক্ষা করতে পারেনি জার্মানি। ম্যাচের ফলাফল ২-১। জাপানের পক্ষে গোল করেছেন রিত্সু দোয়ান ও তাকুমা আসানো। এই নিয়ে ৭বার বিশ্বকাপের মূলপর্বে খেলছে এশিয়ার দেশ জাপান। বিশ্বকাপের সেরা সাফল্য বলতে ২০০২ ও ২০১৮ সালে বিশ্বকাপে শেষ ষোলোয় উত্তরণ। (ছবি: সংগৃহীত)

