কার দখলে কর্ণাটক?
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ত্রিমুখী কর্ণাটকের ভোট যুদ্ধ। কংগ্রেস, বিজেপি নাকি অন্য ছবি দেখা যাবে, তা নিয়ে জল্পনা রাজনৈতিক বিশেষজ্ঞদের। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হল গতকাল। বিকাল ৫টা পর্যন্ত ৬৬ শতাংশ ভোট পড়েছে। একটি ইভিএম গণ্ডগোল ছাড়া ভোট প্রক্রিয়া শান্তিতেই সমাপ্ত হয়েছে বলে খবর। ভোটের ফল জানা যাবে আগামী ১৩ মে, শনিবার দিন । কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৩০ লক্ষ। প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার। মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ ভোটার। ২ কোটি ৬২ লক্ষ মহিলা ভোটার ছিল। কর্ণাটকের শাসকদল বিজেপি। প্রধান বিরোধী শক্তি কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডিএস-নির্বাচনী যুদ্ধে। বুথ ফেরত সমীক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে ৷ ২০১৮ সালের পুনরাবৃত্তি কি হতে চলেছে কর্ণাটকে,তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ ও সমীক্ষকদের চর্চা চলেছে। ভোট পর্ব মিটতেই বেশ কিছু বুথ ফেরত সমীক্ষার ফলও সামনে এসেছে। ২০২৪ সালের পূর্বে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক থেকেই জয়যাত্রা শুরু করতে পারে জাতীয় কংগ্রেস! এমন আভাস দেওয়া হয়েছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় ইঙ্গিত,কর্ণাটকে এবার ম্যাজিক ফিগার অতিক্রম করে অনেক বেশি আসন নিয়ে একক ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস ৷ সরকার গঠনের ক্ষেত্রে কংগ্রেস দলকে জেডিএস বা অন্য কারও ওপর নির্ভর করতে হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কর্ণাটক রাজ্যে স্থানীয় স্তরে কংগ্রেসের নেতার অভাব নেই। তাঁরা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন এই নির্বাচনে। অন্যদিকে বিজেপির স্থানীয় ক্ষেত্রে নেতার অভাব দেখা গিয়েছে। অনেকটা মোদী নির্ভর মনে হয়েছে। অন্যদিকে ২০১৮ সালের মতো এবারও কর্ণাটকে সরকার গঠনের ক্ষেত্রে তুরুপের তাস হতে চলেছে দেবগৌড়া-কুমারস্বামীর দল জেডিএস,সেই প্রশ্নটাও সামনে আসছে। তবে ১৩ মে কর্ণাটক কার দখলে থাকছে এখন সেটাই দেখার। একনজরে দেখে নিন বুথ ফেরত সমীক্ষা: মোট আসন: ২২৪। সংখ্যাগরিষ্ঠতা: ১১৩। টাইমস নাও-ইটিজি- বিজেপি: ৮৫,কংগ্রেস:১১৩ ও জেডিএস: ২৩। পোল অফ পোলস-বিজেপি:৯১, কংগ্রেস:১০৯ ও জেডিএস: ২২। ইন্ডিয়া টুডে -অ্যাক্সিস মাই ইন্ডিয়া -বিজেপি: ৭১,কংগ্রেস:১৩১ ও জেডিএস: ২২। এবিপি-সি ভোটার-বিজেপি:৮৯, কংগ্রেস:১০৬ ও জেডিএস:২৫। (ছবি: সংগৃহীত)

