জিডিপি নামছে শূন্যের নীচে, সঙ্কটের বার্তা শীর্ষ ব্যাঙ্কের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ চলতি অর্থবর্ষে শূন্যের নিচে নামতে পারে জিডিপি বৃদ্ধির হার। এমনই আশঙ্কা শীর্ষ ব্যাঙ্কের। লকডাউনের জেরে চলতি বছরে এই অবস্থা দাঁড়াতে পারে।আবার শিল্পোৎপাদন কমে ১৭ শতাংশে দাঁড়াবে এমনই ইঙ্গিত।অর্থনীতিকে চাঙ্গা করতে ফের কমল রেপো রেট।জানা যায়, কমতে পারে ঋণের সুদও।আরও জানা গিয়েছে, আমানত ও বাড়ি-গাড়ির ঋণে কমছে সুদের হারও।রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এ বিষয়ে জানান, চলতি আর্থিক বছরে আর্থিক বৃদ্ধির হার হতে চলেছে নেগেটিভ। গত মাসে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল, জিডিপির বৃদ্ধির হার হতে চলেছে ১.৯ শতাংশ।উল্লেখ্য,বিশ্বের তুলনায় ভারত কিছুটা হলেও মন্দার হাত থেকে রক্ষা করতে পারবে নিজেদের, এমনটাই ভাবা হয়েছিল। এক মাসের মধ্যেই শীর্ষ ব্যাঙ্ক জানানো হয়েছে, অর্থনীতির গতিপ্রকৃতি চরম অন্ধকারের দিকেই এগিয়ে চলেছে।প্রধানমন্ত্রীর ২০লক্ষ কোটি টাকা প্যাকেজও বিশেষ সুবিধা করতে পারবে না বলে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে।

