broad and englandOthers Sports 

টেস্ট জয়ী ইংল্যান্ড : অবসর স্টুয়ার্ড ব্রডের

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : টেস্ট জিতিয়ে ক্রিকেটকে বিদায় ব্রডের। ৪৯ রানে জয়ী হল ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন ক্রিস ওকস। ম্যাচের ফলাফল ইংল্যান্ড ২৮৩ ও ৩৮৯-৯। অস্ট্রেলিয়া ২৯৫ ও ৩৩৪(৯৪.৪)। স্টুয়ার্ড ব্রড অস্ট্রেলিয়ার শেষ উইকেট তুলে নিয়ে সিরিজ ২-২ করে দিলেন ওভালে। ক্রিকেট জীবনের পরিসমাপ্তি ঘটল ইংল্যান্ডের অন্যতম সেরা এই পেস বোলারের। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment