school and campusBreaking News Education Others 

তীব্র তাপপ্রবাহের জেরে স্কুল সকালে খোলার নির্দেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তাপপ্রবাহের মাত্রা বেড়েই চলেছে। দক্ষিণবঙ্গ জুড়েই প্রচণ্ড গরম ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত। রোদ ও গরমের জেরে অসুস্থ হতেও দেখা যাচ্ছে বহু মানুষকে । রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে রাজ্যের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। তাপপ্রবাহ পরিস্থিতির থেকে রক্ষা পাওয়ার জন্য ঠিক কী কী করা উচিত তারই নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে বিভিন্ন জেলায় সাধারণ মানুষের জন্য সতর্ক করা হচ্ছে। তীব্র গরমে জেরবার বাংলা। দাবদাহে হাঁসফাঁস করা পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে । প্রশাসনিক সূত্রের খবর, ১১টি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রতিকূল অবস্থার মধ্যে রাজ্যের সমস্ত স্কুলই সকালে খোলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে স্কুল শিক্ষা দফতর জেলাশাসক ও স্কুল পরিদর্শকদের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment