south africa india matchBreaking News Others Sports 

দক্ষিণ আফ্রিকার জয় : রিঙ্কু-সূর্যের ব্যাটিং তাণ্ডব

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার মাটিতে কেবেরহায়তে টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত হল ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পন্ড হয় বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারল ভারত। তবে রিঙ্কু-সূর্যের তাণ্ডব দেখা গেল। ম্যাচের ফলাফল ভারত ১৮০-৭(১৯.৩)। দক্ষিণ আফ্রিকা ১৫৪-৫(১৩.৫)।
৩৬ বলে ৫৬ রান করেছেন সূর্যকুমার যাদব। রিঙ্কু সিং ৩৯ বলে অপরাজিত ৬৮ রান করেছেন। সাউথ আফ্রিকার পক্ষে হেনড্রিক্স ৪৯ রান ও মার্করাম ৩০ রান করেছেন। ৭ বল বাকি থাকতে জয় পেল দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন তাবরেজ শামসি। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment