নজির বজরং পুনিয়ার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নজির গড়লেন বজরং পুনিয়া। এই কুস্তিগীরের মুকুটে নতুন পালক যোগ হল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী হলেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে এই মঞ্চে ৪টি পদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি। উল্লেখ করা যায়,গত বছর টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বজরং পুনিয়া ১১-৯ ফলাফলে পরাজিত করলেন পুয়ের্তো রিকোর সেবাস্তিয়ান সি রিভেরাকে। এই নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩ বার ব্রোঞ্জ জিতলেন বজরং।

