“ভ্রাতৃদ্বিতীয়া” তিথি – শুভক্ষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ ভাইফোঁটা ৷ ভাইয়ের কপালে বোনের ফোঁটা এঁকে দেওয়ার রীতি বা পার্বণ ৷ অনেক পরিবারের রীতি-নিয়ম রয়েছে দীপাবলির পর প্রতিপদ তিথিতে ভাইফোঁটা দেওয়া ৷ বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক ভাইফোঁটা হয় দ্বিতীয়া তিথি মেনে ৷ তাই এই অনুষ্ঠান বা পর্বটির নাম-“ভ্রাতৃদ্বিতীয়া” ৷ এ বছর বৃহস্পতিবার পড়েছে এই অনুষ্ঠান। পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা কারণ হিসেবে বলছেন, এই দিন সূর্যোদয়ের সময়ে দ্বিতীয়া তিথি থাকছে ৷ কত ক্ষণ পর্যন্ত দেওয়া যাবে ভাইফোঁটা তা নিয়ে জল্পনা।
এ বিষয়ে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয়া তিথি শুরু হয়েছে বুধবার, ৯ কার্তিক বা ২৬ অক্টোবর দুপুর ২ টো ৪৪ মিনিটে ৷ তা থাকবে ১০ কার্তিক, বৃহস্পতিবার, দুপুর ১২ টা ৪৬ মিনিট পর্যন্ত৷ অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা মতে জানানো হয়েছে, বুধবার, ৮ কার্তিক বা ২৬ অক্টোবর দ্বিতীয়া শুরু হচ্ছে দুপুর ৩ টে ২৭ মিনিট ৫০ সেকেন্ডে ৷ দ্বিতীয়া তিথি দুপুর ২ টো ৪ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত থাকছে ৷

