sundarban and disasterBreaking News Others 

সুন্দরবন ও বিপর্যয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে ক্রমশ । এই পরিবর্তনের মাত্রা বাড়লে বিপদও বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূলীয় অঞ্চলের বড় অংশ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলছেন বিজ্ঞানী ও পরিবেশ বিশেষজ্ঞরা। সুন্দরবনের ক্ষেত্রে বিপদের ইঙ্গিত দিয়ে চলেছেন পরিবেশবিদরা।

এক্ষেত্রে বলা হয়েছে, বৃষ্টিপাত বেড়ে যাবে। বন্যাজনিত পরিস্থিতি তৈরি হবে। ফসল উৎপাদন শতকরা প্রায় ৩০ ভাগ কমবে। এর ফলে ক্ষুধা ও গরিবের সংখ্যা বৃদ্ধি পাবে। হিমালয়ের হিমবাহ গলে যাওয়া,বন্যা,ভূমিক্ষয় সহ প্রাকৃতিক বিপর্যয় বিপদ বাড়িয়ে তুলেছে। অন্যদিকে অতিবৃষ্টি ও অনাবৃষ্টি প্রভাব ফেলছে জনজীবনে। কোথাও খরা ও তীব্র তাপপ্রবাহ বাড়ছে। আবার কোথাও অতিবৃষ্টির জেরে প্লাবিত হচ্ছে এলাকা। ( ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment