ভিভো সরে গেলেও আইপিএল স্পনসর নিয়ে চিন্তিত নন সৌরভ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভিভো সরে দাঁড়ানোর পর আইপিএলে নতুন টাইটেল স্পনসর কে হবে তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা। বছরে ৪৪০ কোটি টাকা দিয়ে কোন কোম্পানি আইপিএলকে স্পনসর করবে, তা নিয়ে চিন্তায় বোর্ড। করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে আর্থিক মন্দার মধ্যে কেবলমাত্র ৬০ দিনের জন্য এই বিশাল পরিমাণ অর্থ কি কোনও কোম্পানি দিতে রাজি হবে? এরকম একাধিক প্রশ্ন ঘুরছে ক্রীড়ামহলে।
ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এ বছরের আইপিএল শুরু হচ্ছে। সূত্রের খবর, ভিভোর পরিবর্তে চারটি কোম্পানি আইপিএলের টাইটেল স্পনসর হতে আগ্রহ দেখিয়েছে বলে জানা গিয়েছে। তবে কত টাকার বিনিময় বোর্ড শেষ পর্যন্ত স্পনসর পাবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। সূত্রের আরও খবর, এদিকে নতুন টাইটেল স্পনসর হিসেবে দৌড়ে নাম উঠে এসেছে রিলায়েন্স জিও’র। পাশাপাশি দৌড়ে রয়েছে বাইজুস, কোকাকোলা এবং অ্যামাজনের নামও।
বোর্ড সূত্রে খবর, বছরে ৪৪০ কোটি টাকার ঘাটতি মেটানোর জন্য নতুন টাইটেল স্পনসরের পাশাপাশি নেওয়া হতে পারে এক বা দুটি অ্যাসোসিয়েট স্পনসরও। তবে যাকেই নেওয়া হোক না কেন, সেই চুক্তি ১ বছরের জন্যই হবে। তবে ভিভো চলে যাওয়া নিয়ে মোটেই চিন্তিত নন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক ওয়েবিনারে সৌরভ জানিয়েছেন, ভিভো সরে গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও আর্থিক মন্দা হয়নি। এটা খুবই সামান্য ব্যাপার। যা পেশাদারিত্বের মাধ্যমে কাটিয়ে উঠতে হবে।
তিনি আরও জানান, মনে রাখতে হবে একটা জিনিস যেমন একদিনে পাওয়া যায় না, তেমনি সেটা একদিনে চলেও যায় না। ক্রিকেটার, প্রশাসকরা বিসিসিআইকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে, এই ব্যাপারগুলো সামলানোর ক্ষমতা বোর্ডের রয়েছে।

