Women CricketOthers Sports 

মহিলা বিশ্বকাপ ২০২২ সালের মার্চে : ক্রীড়াসূচি প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের বিশ্বকাপ মার্চে। সূত্রের খবর, করোনা আবহের কারণে পিছিয়ে যাওয়া মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের নতুন সূচি প্রকাশ পেয়েছে। আগামী ২০২২ সালের ৬ মার্চ ভারত প্রথম ম্যাচ খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে। নিউজিল্যান্ডে টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৪ মার্চ। অংশ নেবেন ৮টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে এই টুর্নামেন্ট হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। ভারতের অধিনায়ক মিতালি রাজ বিশ্বকাপ জয়ের ব্যাপারে প্রত্যয়ী। তাঁর প্রতিক্রিয়া, ‘আমরা খুব খারাপ একটা বছরের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে প্রিয় খেলাটা আবার খেলতে পারব ভেবে দারুণ লাগছে। শেষ ৩-৪ বছর ভারত আইসিসি টুর্নামেন্টগুলির খুব ভাল খেলছে।’ ভারতের ম্যাচ- ৬ মার্চ প্রতিপক্ষ কোয়ালিফায়ার (বে ওভাল, তাউরাঙা)। ১০ মার্চ প্রতিপক্ষ নিউজিল্যান্ড (সেডন পার্ক, হ্যামিল্টন)। ১২ মার্চ প্রতিপক্ষ কোয়ালিফায়ার (সেডন পার্ক, হ্যামিল্টন)। ১৬ মার্চ প্রতিপক্ষ ইংল্যান্ড (বে ওভাল, তাউরাঙা)। ১৯ মার্চ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (ইডেন পার্ক, অকল্যান্ড)। ২২ মার্চ প্রতিপক্ষ কোয়ালিফায়ার (সেডন পার্ক, হ্যামিল্টন)। ২৭ মার্চ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ)।

Related posts

Leave a Comment