মহা শিবরাত্রির পুজো বিধি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ মহা শিবরাত্রি ৷ পুজোর প্রস্তুতিও চলেছে ৷ রাজ্যের বিভিন্ন মন্দিরে চলবে ব্রত পালন ৷ পুরোহিত -পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলছেন, শিবমন্ত্র পাঠ ও শিববন্দনা করলে মহাদেবের আশির্বাদ নেমে আসবে পুণ্যার্থীদের ওপর ৷ শিব বন্দনার মন্ত্র হল- “ওম নমঃ শম্ভবায়চ ময়োভবায়চ নমঃ শঙ্করায়চ ময়স্করায়চ নমঃ শিবায়চ শিবতরায়চ ” ৷
মহা শিবরাত্রির পুজো বিধির ক্ষেত্রে পুরোহিত -পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, শুভ মুহূর্তে শিবের মন্দিরে গিয়ে বা বাড়িতে পুজোর ব্যবস্থা করতে হবে। স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। এরপর পুজোর স্থানে বসে হাতে জল ও ফুল নিয়ে মহা শিবরাত্রি পুজোর সঙ্কল্প করতে হবে।
পুরোহিত -পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা এ বিষয়ে আরও জানিয়েছেন,প্রথমে শিবলিঙ্গে গঙ্গাজল দিয়ে এবং পরে গরুর দুধ দিয়ে অভিষেক করতে হবে। পরবর্তীতে সাদা চন্দন লাগাতে হবে। সাদা ফুল, আকন্দ ,ভাঙ, ধুতরো ফুল, বেল পাতা অর্পণ করতে হবে। বেলপাতা শিব লিঙ্গে স্পর্শ করিয়ে রাখতে হবে। শিব লিঙ্গ মধু, ঘি ও চিনি দেওয়া যেতে পারে ৷ শিবকে বস্ত্র অর্পণ করতে হবে ৷
এছাড়া মহাদেবের ভোগে দেওয়া যেতে পারে মালপোয়া, হালুয়া ও মাখনের মতো দ্রব্য ৷ শিব চালিশা পাঠ করা উচিত ৷ ব্রতের সময় চিত্রভানুর মহা শিবরাত্রি কথা পাঠ করেন অনেকেই। শ্রবণও করে থাকেন বহু শিবভক্ত। এই ব্রত পালনে পাপ,কষ্ট ও রোগ দূর হয় বলে প্রচলিত রয়েছে।

