কুয়েতে বিপুল সংখ্যক ভারতীয়দের চাকরি যাওয়ার সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কুয়েতে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক কর্মসূত্রে বসবাস করেন। তবে এবার ভারত-সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করল কুয়েত সরকার। জানা গিয়েছে, এরফলে কয়েক লক্ষ ভারতীয়দের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা। সূত্রের খবর, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা নেপাল, ইরান এবং ফিলিপিন্সের নাগরিকদের ওপর কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে করোনা অতিমারির জেরে অবশ্য ভারতীয়দের একটা বড় অংশ দেশে ফিরে এসেছেন। এছাড়া এমন অনেক পরিবার রয়েছেন, যাঁদের ভিসার মেয়াদও প্রায় ফুরিয়ে এসেছে ৷ এঁদের সবারই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা। সূত্রের আরও খবর, কুয়েতে কর্মরত ভারতীয়দের জন্য নতুন আইন আনা হচ্ছে। এই নতুন আইনে কুয়েতে কর্মরত ভারতীয়দের সর্বোচ্চ সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই আইন চালু হলে প্রায় সাড়ে ৮ লক্ষ ভারতীয়কে কুয়েত থেকে দেশে ফিরে আসতে হতে পারে।
ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কুয়েতের এই সিদ্ধান্ত সম্পর্কে তারা অবগত। আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানা যায়।

