অমিতাভ বচ্চন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। ১৯৪২ সালের ১১ অক্টোবর ইনকিলাব শ্রীবাস্তব-এ তাঁর জন্ম। তিনি ছিলেন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। ১৯৭০ সালের প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে একজন ”রাগী যুবক” হিসেবে জনপ্রিয়তা লাভ করেন পরে সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। বলিউডের শাহেনশাহ ও সহস্রাব্দের সেরা তারকা হিসেবে পরিচিত তিনি। তাঁর কর্মজীবনে ১৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল – ”আনন্দ”, ”নমক হারাম”, ”শোলে”, ”দিওয়ার”, ”অমর আকবর অ্যান্থনি”, ”কুলি”, ”অগ্নিপথ”, ”মুকাদ্দার কা সিকান্দার”, ”বরসাত কি এক রাত”, ”হাম”, ”শক্তি”, ”অক্ষ” ও ”মোহাব্বতে” ইত্যাদি। শিল্পকলায় তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৮৪ সালে পেয়েছেন পদ্মশ্রী, ২০০১ সালে পদ্মভূষণ, ও ২০১৫ সালে পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন। বিশ্ব চলচ্চিত্রে তাঁর কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে ফ্রান্স সরকার তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লেজিওঁ দনরের ”নাইট উপাধিতে” ভূষিত করেন।

