Amphan Effect-9Breaking News Others 

দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত একাধিক নদী বাঁধ মেরামতির উদ্যোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আম্ফান ঘূর্ণিঝড় ও অতি বর্ষণে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত। বহু জায়গায় নদী বাঁধ ভগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেচের খাল। অর্থ দপ্তর এই পরিস্থিতিতে অগ্রাধিকারের ভিত্তিতে মেরামতির জন্য ১২টি বড় প্রকল্প অনুমোদন করেছে। এই ধরনের আরও কিছু প্রস্তাব রয়েছে। খুব শীঘ্রই তা গৃহীত হবে বলে জানিয়েছে সেচ দপ্তরের কর্তা-ব্যক্তিরা। সূত্রে আরও খবর, করোনা পরিস্থিতিতে বর্তমানে আর্থিক ব্যয় সঙ্কোচের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, যে প্রকল্পের সঙ্গে মানুষের দৈনন্দিন জীবন জড়িত, সেগুলি মানবিক দৃষ্টি দিয়ে বিবেচনা করা হয়েছে। অর্থ সঙ্কট সত্ত্বেও সেচ দপ্তরের প্রকল্প অনুমোদনে কার্পণ্য করেনি অর্থমন্ত্রী অমিত মিত্রের দপ্তর।

এক্ষেত্রে জানা যায়, সেচের পাশাপাশি পূর্ত দপ্তরের পক্ষ থেকেও একাধিক প্রকল্প পাঠানো হয়েছে। অর্থ দপ্তর তা পর্যালোচনা শুরু করেছে। রাস্তা, সেতু সংস্কার-সহ অতি গুরুত্বপূর্ণ কিছু কাজের অনুমতি দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, গোটা বিশ্বে মন্দা চলছে। তার মধ্যেও মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গে বিভিন্ন সামাজিক প্রকল্প চালু রয়েছে। যার জন্য মাসিক কয়েক হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। রাজস্ব আদায়ে চরম ঘাটতি এসেছে। অর্থবর্ষের প্রথম ৩ মাসে যা রাজস্ব আদায় হয়েছে, তা গতবারের তুলনায় এক-চতুর্থাংশ। পরিস্থিতি উন্নতি না হলে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment