App-CabOthers 

অ্যাপ-ক্যাব পরিষেবার জন্য নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অ্যাপ-ক্যাবের নির্দেশিকা। সূত্রের খবর, ওলা-উবরের মতো অ্যাপ-ক্যাব পরিষেবার জন্য এই প্রথম নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে জানা গিয়েছে, ওই সব সংস্থার ক্ষেত্রে গাড়ির ন্যূনতম ভাড়া বা বেস ফেয়ার কী হিসেবে স্থির হবে, তার প্রাথমিক সংজ্ঞা নির্দিষ্ট করা হয়েছে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, বাড়তি চাহিদার সময়ে ন্যূনতম ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ পর্যন্ত ‘সার্জ প্রাইস’ নিতে পারবে সংস্থাগুলি। আবার কম চাহিদা হলে ন্যূনতম ভাড়ার ৫০ শতাংশ পর্যন্ত কম নেওয়া যাবে।

সূত্রের আরও খবর, প্রতি সফরের ভাড়ার কমপক্ষে ৮০ শতাংশ গাড়ির চালককে দিতে হবে। বাকিটা পাবে সংশ্লিষ্ট অ্যাগ্রিগেটর সংস্থা। উল্লেখ করা যায়, আগে অ্যাপ-ক্যাব সংস্থাগুলিকে নিয়ন্ত্রণের দাবি উঠেছে। তবে এই পরিষেবার জন্য আইনি ব্যবস্থা ছিল না। এরফলে নিরাপত্তা-সহ নানা কারণে সমস্যা হলে তার সমাধান সহজ ছিল না। এক্ষেত্রে নীতি তৈরির আবেদন জানিয়েছিল সংস্থাগুলিও। এবার সেইসব বিষয় মাথায় রেখেই এই নির্দেশিকা। এ বিষয়ে আরও জানা যায়, যার ভিত্তিতে লাইসেন্স-সহ অন্যান্য নীতি ও নিয়ন্ত্রণ পরিকাঠামো গড়বে রাজ্যগুলি। এমনিতে সংস্থাগুলিকে প্রতিটি রাজ্যের থেকে লাইসেন্স নিতে হয়। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ৫ বছরের জন্য তা দেওয়া হবে। তারপর তা নবীকরণও হবে। এক্ষেত্রে বলা হয়, সংস্থার কাজ খতিয়ে দেখে লাইসেন্স বাতিলও করতে পারে নিয়ন্ত্রক। যানজট ও দূষণ কমানো, সহজে ব্যবসা পরিবেশ তৈরি, যাত্রী সুরক্ষা ও চালকদের উন্নতিও এই নীতির তৈরির মূল লক্ষ্য বলে সড়ক পরিবহণ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment