ChieldOthers 

বিশ্বব্যাপী সমীক্ষায় এশিয়ার প্রতিনিধি কলকাতার বিজ্ঞানী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ও ডাউন সিনড্রোম নিয়ে বিশ্বব্যাপী সমীক্ষা চলছে। এই কাজে এশিয়ার দায়িত্বে কলকাতার বিজ্ঞানী। সূত্রের খবর, মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে করোনার প্রভাব বুঝতে একটি বিশ্বব্যাপী টাস্কফোর্স গঠিত হয়েছে। জানা গিয়েছে, ওই দলে কলকাতার এক অধ্যাপক রয়েছেন। ডাউন সিনড্রোম নিয়ে গবেষণা করা সুজয় ঘোষ দেশের সীমানা ছেড়ে এশিয়ার প্রতিনিধি মনোনীত হয়েছেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) এবং নেদারল্যান্ডসের টি-২১ রিসার্চ সোসাইটির উদ্যোগে এই সমীক্ষা শুরু হয়।

বিশ্বব্যাপী করোনা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে গবেষণা চলছে। সূত্রের আরও খবর, কোন ধরনের মানুষকে এই ভাইরাস বেশি আক্রমণ করছে এবং কারা বেশি করোনার শিকার হচ্ছেন, এই ধরনের সমীক্ষা নিরন্তরভাবে চলছে। এক্ষেত্রে বলা হয়েছে, ডাউন সিনড্রোম হল এমন একটি সমস্যা, যাতে শিশুদের মানসিক এবং স্বাভাবিক বুদ্ধির বিকাশ ব্যাহত হয়। এরফলে অন্যসকল সাধারণ শিশুর মতো অভিব্যক্তির প্রকাশ তাদের মধ্যে নাও দেখা যেতে পারে। তাই নজরদারির অভাবে জ্বর-কাশির মতো উপসর্গ প্রথমে নজরে না পড়লে, রোগ নির্ণয় এবং তার চিকিৎসাও পিছিয়ে যেতে পারে। আবার অন্যদিকে অভিভাবকদের দিক থেকেও বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। বিশ্বব্যাপী করোনার আবহের মধ্যে এ ধরনের শিশুরা কতটা অসহায়, তার সার্বিক ছবি তুলে ধরে সমাধানের পথ নির্দেশ দেওয়াই এই সমীক্ষার কাজ বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment