Ayushi Poddar-1Others Sports 

শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী আয়ুষী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জুনিয়র শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো আয়ুষীর। সোনা হাতছাড়া হল আয়ুষী পোদ্দারের। পেরুর রাজধানী লিমায় জুনিয়র শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপের ৫০ মিটার থ্রি পোজিশন রাইফেলের দলগত ইভেন্টে রুপো জয়ী হলেন বাংলার শ্যুটার আয়ুষী। তাঁর দুই সঙ্গী হলেন নিশ্চল ও প্রসিদ্ধি মহন্ত। পদক পাওয়ার পর আয়ুষী-র প্রতিক্রিয়া, এখানে আসার পর প্রথম কয়েকদিন সময় লেগেছিল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। হাওয়াটা একটু সমস্যা করেছিল। এখন মানিয়ে নিয়েছি।

Related posts

Leave a Comment