Azlan ShahOthers Sports 

করোনা আতঙ্কে আজলান শাহ হকি টুর্নামেন্ট স্থগিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজলান শাহ হকি টুর্নামেন্ট করোনা ভাইরাস আতঙ্কে আপাতত বন্ধ হল। মালয়েশিয়ায় ১১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও করোনার ভীতিতে তা বন্ধ করা হয়েছে। আয়োজকরা করোনার জন্যই তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন বলে খবর। আয়োজক সূত্রের খবর, এই টুর্নামেন্ট পিছিয়ে সেপ্টেম্বরে করা হবে। প্রসঙ্গত, অলিম্পিকের আগে প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে বেছে নিয়েছিল অনেক দেশই। তা আর হচ্ছে না।

Related posts

Leave a Comment