চিনের পর ইরানেও মরণ থাবা করোনার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেশ কিছুদিন ধরে ছড়িয়েছে নভেল করোনা ভাইরাস। সংক্রমণের ব্যাপকতা কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি। সম্প্রতি ওয়াশিংটনে কোভিড-১৯-এ আক্রান্ত আরও একজনের মৃত্যুর খবর রয়েছে। প্রথম করোনা-আক্রান্তের কথা স্বীকার করেছে নিউইয়র্ক। দেশের আরও একাধিক জায়গায় সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, ইরানের অবস্থাও আরও করুণ। ওই দেশে নতুন করে ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছেন উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইজি। পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে, সামগ্রিকভাবে গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩০০০ অতিক্রম করেছে। আবার লক্ষ্যণীয়ভাবে সংক্রমণের আঁতুড়ঘর হিসেবে চিহ্নিত চিনের হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা কমছে। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, সেখানে নতুন করে ১৯৬ জনের দেহে নভেল করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। সংখ্যার নিরিখে তা গত ২৬ জানুয়ারির পর সর্বনিম্ন বলে জানানো হয়েছে। পাশাপাশি চিনের মূল ভূ-খণ্ডে সব মিলিয়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ২০২। সম্প্রতি ইরানের আলিরেজা রাইজির দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬৬। আক্রান্তের সংখ্যা ১৫০০-রও বেশি। মৃতের তালিকায় রয়েছেন ইরানের শীর্ষনেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উপদেষ্টা পরিষদের এক সদস্যও। আক্রান্তদের মধ্যে রয়েছেন ইরানের ভাইন্স প্রেসিডেন্ট মাসৌউমেহ এবতেকার।