Fall ArmywarmEnviornment Others World 

মার্কিন পোকার হামলা, ফসল রক্ষায় তৎপর পশ্চিমবঙ্গ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মার্কিন পোকার হামলা ভারতে। ফসল বাঁচাতে তৎপর হল পশ্চিমবঙ্গও। জানা গিয়েছে, “ফল আর্মি ওয়ার্ম “নামের এই পোকার আদি বাসস্থান মার্কিন দেশে। এই পোকা আমেরিকা থেকে আফ্রিকা হয়ে ভারতে এসেছে বলে খবর। ভুট্টা গাছের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানা যায়। এরপর রাজ্য কৃষি দফতর ফসল বাঁচাতে আসরে নামে। বিশেষ ব্যবস্থা নিয়ে এবারের মতো ফসল বাঁচানো গেলেও পরবর্তীতে এই পোকাতে বিপদ বাড়তে পারে বলে মনে করছে কৃষিদফতর। পঙ্গপালের চেয়ে এই পোকা আরও বিপজ্জনক বলে দাবি করছে কৃষিদফতর। ওই দফতরের আধিকারিকরা জানিয়েছেন , “ফল আর্মি ওয়ার্ম “খুব দ্রুত উড়তে পারে। এক রাতের মধ্যে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বিপদ এখানেই। এমনকী ভুট্টা প্রথম পছন্দ হলেও ৮০ টি প্রজাতির গাছে ওই পোকারা আক্রমণ করে। পঙ্গপালের মতোই এখন মার্কিন পোকা নিয়ে উদ্বেগ বেড়েছে।

Related posts

Leave a Comment