এবার রেলপথে ভারত ভুটানকে জুড়ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিমানপথে ভুটান যেতে বাড়তি খরচ। গাড়ি-বাসের দীর্ঘ সফরে অনেকেরই অনীহা। এই সমস্যার সমাধান হতে চলেছে। এবার রেলপথে ভারত এবং ভুটানকে জুড়তে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফরের পর থেকেই এই বিষয়ে তৎপরতা বৃদ্ধি শুরু হয়। একাধিক বিকল্প পথ নিয়ে রেলপথে দু-দেশকে জুড়তে প্রয়াস শুরু করছিল কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রক সূত্রের খবর, এতদিন ভারতের সঙ্গে রেলপথে যোগসূত্র স্থাপনে খুব বেশি উৎসাহ দেখায়নি ভুটান প্রশাসন। এমনকী প্রস্তাবিত এই রেলপথের পিছনে কোনও অর্থ খরচ করতেও রাজি হয়নি তারা। এর পিছনে চিনের মদত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন একাংশ। তবে প্রধানমন্ত্রীর সফরের পর কিছুটা হলেও পরিস্থিতি বদলেছে। ভারতের পাশাপাশি ভুটানেও রেলপথ বসানোর খরচ ভারত সরকার বহন করতে রাজি হওয়ায় শেষ পর্যন্ত জলপাইগুড়ির মুজনাই থেকে ভুটানের নিয়োনপালিং-এর মধ্যে প্রস্তাবিত রেলপথ বসানো নিয়ে সমীক্ষা চালাতে দু-দেশের একটি শীর্ষস্তরীয় কমিটি গঠন গড়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল ভুটান সফরে সেদেশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ওই কমিটি গড়ার বিষয়টি চূড়ান্ত হয়।