Sumit SangwanSports 

সুমিত সাঙ্গয়ানের শাস্তি মকুব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এশিয়ান বক্সিং -এ রুপো পান সুমিত সাঙ্গয়ান।গত অক্টোবর মাসে সুমিতের নমুনাতে নিষিদ্ধ ইস্তাজোলামাইড পাওয়া যায়। গত  ডিসেম্বর মাসে তাঁকে নির্বাসিত করা হয়। ১ বছর তাঁর  শাস্তি হয়। এরপর ন্যাশনাল আন্টি ডোপিং এজেন্সি তাঁর শাস্তি মুকুব করেছে। তিনি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি , শুনানিতে তা প্রমাণ হতেই সুমিতের শাস্তি তুলে নিল নাডা। নির্বাসন উঠতেই স্বস্তি ফিরে  পেলেন সুমিত।

Related posts

Leave a Comment