দেখে নিন মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:মে মাসে মোট ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আরবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে, মে মাসে ৫ দিন ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিপত্তি। দেশের অবস্থা উদ্বেগজনক বলা হচ্ছে ৷ এবছর এই মাসটিতে করোনা সংক্রমণ অত্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে,বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। করোনা পরিস্থিতিতে বেশ কিছু কড়া বিধি নিষেধ জারি করা হয়েছে ৷ সূত্রের খবর,ব্যাঙ্কের সংস্থা এসএলবিএস একাধিক রাজ্যে আবেদন জানিয়েছে, ব্যাঙ্কের কাজকর্মের সময় কমিয়ে ৪ ঘণ্টা করার জন্য ৷ মে মাসে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা দেওয়া হয়েছে,মে মাসে ইদ, অক্ষয় তৃতীয়া ও বুদ্ধ পূর্ণিমা-সহ একাধিক উৎসব পর্ব রয়েছে ৷
আরবিআই ওয়েবসাইট অনুযায়ী আরও উল্লেখ করা হয়েছে, বেশ কিছু ছুটি কেবল নির্দিষ্ট রাজ্যের জন্য প্রযোজ্য হয় ৷ ব্যাঙ্কের ছুটির পুরো তালিকা হল-
১ মে ২০২১ মহারাষ্ট্র দিবস এবং মে দিবস ৷ এই দিনটিতে শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় ৷ একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কলকাতা, কোচি, মুম্বই, নাগপুর, পানাজি, পটনা, চেন্নাই, তিরুঅনন্তপুরম, হায়দরাবাদ, গুয়াহাটি, ইম্ফল, বেঙ্গালুরু ও বেলাপুর ৷ আবার ৭ মে জুমাত-উল-ভিদা-র জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এক্ষেত্রে কেবল জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
বলে জানানো হয়েছে।
অন্যদিকে ১৩ মে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বেলাপুর, জম্মু, কোচি, মুম্বই, নাগপুর, শ্রীনগর ও তিরুঅনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷১৪ মে পরশুরাম জয়ন্তী, ঈদ-উল-ফিতর,বাসাভা জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া ৷ এর জন্য একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷২৬ মে বুদ্ধ পূর্ণিমা ৷ এই দিন আগরতলা, বেলাপুর, ভোপাল, চন্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ পাশাপাশি ব্যাঙ্ক হলিডে ছাড়া ৮ ও ২২ মে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার পড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এছাড়া ২, ৯, ১৬, ২৩ ও ৩০ মে রবিবার পড়ছে।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

