স্প্যানিশ লিগে শেষ ষোলোয় বার্সা-রিয়াল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোপা দেল রে-র শেষ ১৬-তে জায়গা করে নিল বার্সেলোনা। লা লিগায় খেতাবি লড়াইয়ে প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদও। তৃতীয় ডিভিশনের ক্লাব লিনারেসের বিরুদ্ধে ম্যাচের প্রথমেই পিছিয়ে পড়ে জাভি হার্নান্দেজের দল। বিরতির পর গোল পরিশোধ করে বার্সা। বার্সার পক্ষে গোল করেছেন ওসমান দেমবেলে ও ফেরান জুতাগলা।
লিনারেসকে ২-১ ফলাফলে হারিয়ে কোপা দেল রে-র প্রি-কোয়ার্টার ফাইনালে বার্সা। এই ম্যাচ দিয়ে বার্সায় দ্বিতীয়বারের মতো অভিষেক হল ব্রাজিলের তারকা ফুটবলার আলভেজের। বার্সেলোনার ইতিহাসে সব থেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই ম্যাচ খেলে রেকর্ড গড়লেন তিনি। পাশাপাশি আলকয়ানোকে ৩-১ ফলাফলে হারিয়ে কোপা দেল রে শেষ ১৬-তে স্থান করে নিয়েছে রিয়াল মাদ্রিদও।

