৩৭ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের পদে ৩৭ জনেক নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। নিয়োগ হবে সিভিল, ইলেক্ট্রিক্যাল এবং মেকানিক্যাল শাখায়, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনে, ২ বছরের জন্য। প্রোজেক্টের প্রয়োজনে এবং প্রার্থীর সন্তাষজনক কাজের ভিত্তিতে পরে আরও ২ বছর মেয়াদ বাড়তে পারে। কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বই-সহ আরও অন্যান্য রাজ্যে নিয়োগ হবে। তবে প্রোজেক্টের প্রয়োজনে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: মোট শূন্যপদ ৩৭টি (অসং ১৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে দুর্বল ৫)। ৩৭টির মধ্যে- সিভিল শাখায় শূন্যপদ ১৮, ইলেক্ট্রিক্যাল শাখায় ১১ এবং মেকানিক্যাল শাখায় ৮টি।
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ািরং শাখার বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে পাশ করার পর অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। থোক পারিশ্রমিক – প্রথম বছর মাসে ৩৫,০০০, দ্বিতীয় বছর মাসে ৪০,০০০, তৃতীয় বছর মাসে ৪৫,০০০ এবং চতুর্থ বছর মাসে ৫০,০০০ টাকা। এছাড়া অন্যান্য খরচ বাবদ বছরে ১০,০০০ টাকা। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
তফশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থীর যোগ্যতা এবং বি ই/ বি টের নম্বর এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বরের মধ্যে ৭৫ শতাংশ নম্বর বি ই/ বি টেকের নম্বরের জন্য, ১০ শতাংশ অভিজ্ঞতার জন্য এবং ১৫ শতাংশ ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ রয়েছে। ইন্টারভিউয়ে ডাকা হবে শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে।
দরখাস্তের ফি কেবল সাধারণ, ওবিসি এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা। ফি দেবেন এসবিআই কালেক্ট -এর মাধ্যমে।
দরখাস্ত অনলাইন রেজিস্ট্রশন করবেন ২৭ সেপ্টেম্বরের মধ্যে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ফি পেমেন্টের পদ্ধতি, দরখাস্ত করার পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা সাইটে। বিজ্ঞপ্তি নং 383/PE-I/HR/ES/2020-21. কোনও প্রশ্ন থাকলে ফোন বা ই-মেল করতে পারেন 080-22195330 নম্বরে বা hr_es_cde@bel.co.in আইডিতে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: এখানে

