birsamundaEducation Others 

বীরসা মুন্ডা-র জন্মবার্ষিকী

বীরসা মুন্ডা-র ১৫০তম জন্মবার্ষিকী। নামটি শুনলেই বন ও ভূমির অধিকারের কথাটি মনে ওঠে । শাল-সেগুন ও মহুয়ার বন মনে আসে। ১৫০ বছর পূর্বের এই দিনটিতে বীরসা মুন্ডার জন্ম হয়েছিল। তাঁর এই জন্মদিনটি “জনজাতি গৌরব দিবস” হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আদিবাসী সম্প্রদায়ের “আইকন” হিসেবে তাঁর পরিচয়। “বীর যোদ্ধা” হিসেবে সম্মানিত। রাঁচির উলিহাতু গ্রামে জন্মেছিলেন তিনি। পাহাড়ের কোলে মুন্ডা সম্প্রদায়ের বসবাস। মাতৃভাষা মুন্ডারি। সারা ভারতে মুন্ডা সম্প্রদায়ের মানুষ ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করেন।

মুন্ডারি ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন সংঘটিত হয়েছে বহু বছর ধরে। উল্লেখ্য,২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে ২ কোটি ২২ লক্ষের বেশি মুন্ডা সম্প্রদায়ের মানুষের বসবাস। জাতিগত বৈষম্য যে সবটাই দূর হয়েছে সেকথা জোর দিয়ে বলা যাবে না। তার যে প্রকটতা রয়েছে সে ছবি ফুটে উঠে। সমালোচকরা বলে থাকেন,স্বাধীনতার পর থেকেই আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। বন-পাহাড়-নদী অবলীলায় ধ্বংস হয়ে চলেছে। “প্রকৃতি বাঁচাও,অধিবাসী বাঁচাও”-বীরসা মুন্ডা-র জন্মের সার্ধশতবর্ষেও এই আন্দোলনের ছবিটা ধরা পড়ে।

Related posts

Leave a Comment