earth quakeBreaking News Others 

ফের মৃদু ভূমিকম্পে কাঁপলো লাদাখ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফের কেঁপে উঠলো লাদাখ। সূত্রের খবর, ভোররাতে পুনরায় ভূ-কম্পন অনুভূত হয় লাদাখে। এই নিয়ে গত ১২ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয়বার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে খবর, আজ ভোররাত আনুমানিক ২.১৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। যার তীব্রতা ছিল প্রায় ৩.৭। অনুমান করা হচ্ছে ভূমিকম্পনের উৎসস্থল ছিল লাদাখ এবং গভীরতা ১০ কিলোমিটার। তবে মৃদু কম্পন হওয়ায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

উল্লেখ্য, শুক্রবার বিকেলেই মাঝারি মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয় লাদাখে। এনসিএস সূত্রে আরও খবর, রিখটার স্কেলে ওই ভূ-কম্পনের তীব্রতা ধরা পড়ে ৫.৪। রিপোর্ট অনুযায়ী, গতকাল বিকেল ৪.২৭ মিনিটে এই ভূমিকম্প হয়। এটি আঘাত হানে লাদাখের ১২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। পাশাপাশি এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে। সূত্রের আরও খবর, ভূমিকম্পের ফলে লেহ এলাকায় কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিলেও হতাহতের ঘটনা ঘটেনি।

Related posts

Leave a Comment