নববর্ষের আগেই দুশ্চিন্তা বাড়ছে ক্যালেন্ডার ব্যবসায়ীদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিপর্যস্ত পরিস্থিতির কারণে লাঠে উঠতে চলেছে কলকাতার ক্যালেন্ডার ব্যবসায়ীদের ব্যবসা। চৈত্র মাসের এই সময় ক্যালেন্ডার ব্যাবসায়ীদের নাওয়া-খাওয়ার সময় থাকতো না।বিশেষ করে এই সময়ে বড়বাজারের ক্যানিং স্ট্রিট,পুরুষোত্তম রায় স্ট্রিট,পোগেয়াপট্টি প্রভুতি এলাকার ব্যাবসায়ীরা ব্যস্ত থাকেন। রাজ্যের বিভিন্ন জেলার মানুষ এই এলাকা থেকেই নতুন বাংলা বৎসরের জন্য ক্যালেন্ডার তৈরি করে বা ক্রয় করে নিয়ে যায়।কিন্তু বিপর্যস্ত পরিস্থিতির কারণে এবার ব্যবসা একেবারেই মন্দা। কলকাতার ব্যবসায়ীদের এ বছর মাথায় হাত। তাঁরা ব্যবসার আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র কিনে রেখেছেন নিজের টাকা দিয়ে। সে টাকাও আর উঠবে না বলে আশঙ্খা। এর ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হবেন ব্যাবসায়ীরা। তাদের একাংশ জানিয়েছেন, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানা যাচ্ছে না। ব্যবসায়ীরা আরও জানান,বঙ্গের এই পুরোনো শিল্প ধুক ধুক করে চলছে।ইন্টারনেটের যুগে নতুন প্রজন্ম চায় না তাঁদের ঘরেতে ক্যালেন্ডার ঝুলে থাকুক। যে টুকু ব্যবসা টিকে ছিল তাও এখন বিপর্যস্ত পরিস্থিতির কারণে ধ্বংসের মুখে।পয়লা বৈশাখে এবার করবে না দোকানগুলি ঝলমল। দেখা যাবে না বঙ্গবাসীর হাতে মিষ্টির প্যাকেট।সবমিলিয়ে দুশ্চিন্তা বাংলা নববর্ষের পূর্বেই।