nemai ghoshBreaking News Entertainment Others 

সত্যজিৎ রায়ের আলোকচিত্রী নিমাই ঘোষ প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন আলোকচিত্রী নিমাই ঘোষ (৮৬)। নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। “গুপী গাইন বাঘা বাইন”, “আগুন্তুক” সহ একাধিক সত্যজিৎ রায়ের ছবিতে তাঁর ক্যামেরার লেন্স কথা বলে উঠত। চিত্রগ্রাহক নিমাই ঘোষের উল্লেখযোগ্য গ্রন্থ হল -“মানিকদা: মেমোয়ার্স অব সত্যজিৎ রে”। ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির জুরি মেম্বারও হন। ২০১০সালে পদ্মশ্রী সম্মান পান নিমাইবাবু। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চিত্রগ্রাহক মহলে। মুখ্যমন্ত্রী এক শোকবার্তাতে বলেছেন, “বিশিষ্ট আলোকচিত্রী নিমাই ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। দুই দশকেরও বেশি সময় তিনি বিশ্বখ্যাত আলোকচিত্রী হিসেবে অসামান্য কাজের নজির রেখেছেন।

Related posts

Leave a Comment