UP lockdownOthers 

লকডাউনেও ঝাড়ফুক, তরোয়াল হাতে পুলিশের দিকে তেড়ে ‘আদি শক্তি’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে, করোনাভাইরাসের মোকাবিলায় লকডাউন অত্যন্ত জরুরি। প্রায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে সারা দেশে প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছেন। কোথাও কোথাও আবার জমায়েতও করছেন অনেকে। মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছে পুলিশ। এসবের মধ্যেই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের দেবরিয়ায় একটি বাড়িতে জমায়েত করে চলছিল কুসংস্কার, ঝাড়ফুক। সেখানে প্রচুর লোকের জমায়েত হয়েছিল। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় থানার পুলিশ। উল্লেখ্য, স্থানীয় একজন শিক্ষকের স্ত্রী নিজেকে ‘আদি শক্তি’ বলে দাবি করেন। তাঁর বাড়িতে প্রায় প্রতিদিনই অনেকে ভিড় করেন ঝাড়ফুক করার জন্য। লকডাউন চলাকালীনও ওই মহিলা বাড়িতে ভিড় করে ঝাড়ফুক করছিলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই তলোয়ার হাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন ওই মহিলা। রীতিমতো পুলিশকে ভয় দেখাতে শুরু করেন তিনি।

ঘটনার কথা চাউড় হতেই ওই শিক্ষককে সাসপেন্ড করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। পুলিশ ওই শিক্ষকের স্ত্রী সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

Related posts

Leave a Comment