bulbul-1200-1Breaking News Enviornment 

করোনা বিপর্যয়ে “বুলবুল”-এর টাকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা বিপর্যয়ে বিদেশের সীমানা ছাড়িয়ে দেশেও। পশ্চিমবঙ্গেও তার প্রভাব। সরকারিভাবে মোকাবিলায় মরিয়া রাজ্য সরকার। কেন্দ্রের কাছে সাহায্যের আর্জিও জানিয়েছে রাজ্য। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় “বুলবুল”-এর ক্ষয়ক্ষতি সংক্রান্ত কেন্দ্রের ১,০৯০ কোটি ৬৮ লক্ষ টাকা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। গতকাল অমিত শাহের নেতৃত্বে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে অতিরিক্ত সাহায্য হিসেবে ৮টি রাজ্যকে মোট ৫,৭৫১ কোটি ২৭ লক্ষ টাকা দেওয়া হবে।

Related posts

Leave a Comment