উত্তরবঙ্গ মেডিক্যালেও করোনার নমুনা পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা প্রতিরোধে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার মরিয়া প্রয়াস নিচ্ছে। প্রশাসন অতি তৎপরতার সঙ্গে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলাও করছে। করোনার নমুনা পরীক্ষা করার ক্ষেত্রেও বিশেষ তৎপরতা দেখাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। উত্তরবঙ্গ মেডিক্যালে করোনা ভাইরাস নিয়ে নমুনা পরীক্ষা চালু হওয়ার কথা গতকাল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সোমবার থেকে মুর্শিদাবাদ মেডিক্যালেও নমুনা পরীক্ষার ব্যবস্থা চালু হচ্ছে বলে খবর।