বাংলাদেশের সঙ্গে সু- সম্পর্ক গড়তে মরিয়া চিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার ভ্যাকসিন চিন তৈরি করলে তা প্রথমেই পাবে বাংলাদেশ, এমনই খবর। সূত্রের খবর, ভ্যাকসিন তৈরি করলে তা বাংলাদেশকেই সবার আগে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে চিন ৷ লাদাখে ভারত-চিন সীমান্তে দু’দেশের সেনার সংঘর্ষে বাধে। ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার পর গোটা ভারত জুড়েই চিনা পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। চিনকে নিয়ে ক্ষোভ বেড়েছে ভারতীয়দের।
পাকিস্তানের সঙ্গে ভারতীয়দের বিবাদ অনেককালের। নেপালের সঙ্গেও জমি বিবাদ তৈরি হয়েছে। এই অবস্থায় ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশকে কাছে পেতে মরিয়া চিন ৷ করোনা প্রতিরোধের জন্য কোনও সফল ভ্যাকসিন তৈরি করতে পারলেই বাংলাদেশকে এ ব্যাপারে অগ্রাধিকার দেবে চায়না। ঢাকায় চিনের দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন Hualong Yan এই কথা জানিয়েছেন।
এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘বাংলাদেশ আমাদের বন্ধু এবং এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে।’ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় একযোগে কাজ করছে বাংলাদেশ ও চিন, এমনও জানানো হয়েছে। করোনা ভ্যাকসিন তৈরির জন্য চিনের মোট ৫টি সংস্থা কাজ করছে বলেও জানা গিয়েছে। বাংলাদেশকে ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি চিনের কূটনৈতিক কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ মোকাবিলায় প্রথম থেকেই বাংলাদেশের পাশে রয়েছে চিন। এমনকী বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথাও বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এই মহামারী রুখতে বাংলাদেশকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে চিন।

