China StudentOthers World 

প্রাণের তাগিদেই আমেরিকা ছাড়ছেন চিনা পড়ুয়ারা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হানা দিয়েছে করোনা। এবার প্রাণ বাঁচাতে আমেরিকা ছাড়ছেন চিনা পড়ুয়ারা। তবে প্লেনের টিকিটভাড়া পড়ছে ১৫ লাখ করে। অন্যদিকে মুখে না বললেও চিন সরকার চায় না, অন্য দেশে থাকা তাদের নাগরিকরা দেশে ফিরে আসুন। উল্লেখ্য, বেজিং এতদিন পর্যন্ত চিন ছেড়েছিল। এবার চিনারা আমেরিকা ছাড়ছেন। এর কারণ করোনা। সূত্রের খবর, চিনে করোনার প্রভাব কমেছে। ছড়িয়ে পড়েছে বাকি বিশ্বে। আবার আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ১০০ অতিক্রান্ত। এই পরিস্থিতিতে বিত্তশালী চিনা পড়ুয়ারা অতি দ্রুত আমেরিকা ছেড়ে দেশে ফিরছেন। গোটা বিশ্বেই এখন কার্যত লকডাউন। হাজার হাজার ডলার খরচ করে প্রাইভেট জেটের সিট বুক করছেন চিনা পড়ুয়ারা। তবে এক্ষেত্রে বাড়ি ফেরার উপায় একমাত্র কিছু চার্টার্ড ফ্লাইট। আর প্রশান্ত মহাসাগরের ওপর ৬০ ঘণ্টার উড়ান। আমেরিকার বেশিরভাগ চিনা পড়ুয়াই দ্রুত দেশে ফিরতে আগ্রহী। বাতিল হয়ে যাচ্ছে বিমান। সূত্রের খবর, আমেরিকা আর চিনের মধ্যে যাতায়াত করা ৩,৮০০টি উড়ানের মধ্যে ৩,১০২টিই বাতিল হয়ে যায়। এই সময় পড়ুয়ারা চেষ্টা করছেন বেশ কয়েকজন মিলে একটি উড়ান ভাড়া করে দেশে ফিরে আসতে। বেজিং তাদের মূল ভূখণ্ডে বিদেশ থেকে যাবতীয় চার্টার্ড ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এরপর একই পথে হাঁটবে সাংহাই। হংকং ও ম্যাকাও-ও ট্রানজিট ফ্লাইট নামতে দিচ্ছে না। এই পরিস্থিতিতে বাড়ছে প্লেনের টিকিটের দাম। সূত্রের আরও খবর, লস অ্যাঞ্জেলস থেকে সাংহাইগামী মার্কিন এয়ার চার্টার সার্ভিসের ১৪ আসনের বম্বার্ডিয়ার ৬০০০ আসন পিছু নিচ্ছে ২.৩ মিলিয়ন ইউয়ান বা ৩২৫,৩০০ ডলার। প্রাথমিকভাবেই মিটিয়ে দিতে হচ্ছে ২৩,০০০ ডলার। আবার চিন থেকে আসা বিমানকে আমেরিকায় নামতে দেওয়া হচ্ছে না বলে খবর। অন্যদিকে আমেরিকায় নথিবদ্ধ বিমান চিনে নামতে পারছে না। সব মিলিয়ে সমস্যা জটিল হয়েছে। দ্রুত বন্ধ হচ্ছে পড়ুয়াদের ফিরে আসার যাবতীয় পথও।

Related posts

Leave a Comment