লকডাউনে নতুন নজির, ভিডিও কলে বিয়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রের বলবৎ করা লকডাউনের আজ দ্বিতীয় দিন। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ২৫ তারিখ বিয়ের আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছিল হামিদ আর মেহজাবিন। সামাজিক আয়োজন বাতিল করলেও বিয়ে বাতিল করেননি উত্তরপ্রদেশের হরদৌ অঞ্চলের এই জুটি। নিজেদের সেলফ আইসোলেশনে রেখে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ‘নিকাহ’ করলেন হামিদ-মেহজাবিন জুটি।
১৫ কিলোমিটার দূর থেকেই নিকাহ করে নজির গড়লেন হামিদ-মেহজাবিন। ছেলে এবং মেয়ের বাড়ির লোকেরাই ছিলেন একমাত্র সাক্ষী। নিজেই মেকআপ করে তৈরি হন মেহজাবিন। এরপর সমস্ত নিয়ম-কানুন ভিডিও কলেই সারা হয়।
হামিদ জানান, “লকডাউন এর সময়টা পেরিয়ে গেলেই বাড়িতে নতুন বউকে আনব। আর তখনই সবাইকে নিমন্ত্রণ করে খুব মজা করব।”