করোনা বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা বিপর্যয় মোকাবিলায় বিশেষ কেন্দ্রীয় আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। আজ এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানিয়েছেন, ১,৭২,০০০ কোটি টাকার প্যাকেজ এটি। ওই প্যাকেজে চিকিৎসক সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা ঘোষণা করা হল।
এছাড়া ৮০ কোটি গরিবের জন্য “প্রধানমন্ত্রী অন্ন যোজনা”-র অধীন আগামী ৩ মাস বিনামূল্যে চাল বা গম দেওয়া হবে। আগে যে ৫ কেজি করে দেওয়া হত তাও দেওয়া হবে। আবার ১ কেজি করে ডাল দেওয়া হবে। পাশাপাশি ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের জন্য এপ্রিলের শুরুতে ২ হাজার টাকা এবং ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা থেকে বেড়ে ২০২ টাকা করা হয়েছে।
এতে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক শ্রেণির মানুষ। পাশাপাশি তিনি জানান, এই সঙ্কটের সময় কেন্দ্রীয় সরকার মহিলা, অভিবাসী কর্মী এবং সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে।