shaswati DasHealth Others 

করোনার সচেতনতার পাঠ দিতে লাঠি হাতে বিডিও

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জটলা ভাঙতে লাঠি হাতে বিডিও। লকডাউনেও বেপরোয়া কিছু মানুষ। সব বুঝেও এখনও অবুঝের ভান করছেন অনেকেই। নিয়মের তোয়াক্কা করছেন না। অযথা জটলা বাড়ির বাইরে ও বাজারগুলিতে। এই পরিস্থিতিতে মানুষকে সবক শেখাতে রীতিমতো লাঠিচার্জ পুলিশের। এবার বেপরোয়া মানুষদের বাগে আনতে পুলিশের সঙ্গে লাঠি হাতে আসরে নামলেন ছাতনার বিডিও শাশ্বতী দাস। স্থানীয় সূত্রের খবর, দিনভর লাঠি হাতে একাধিক গ্রাম চষে বেড়ালেন বিডিও। ছাতনা থানার ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য পুলিশকর্মীরা সঙ্গী ছিলেন। অলিগলি ঘুরে মানুষকে সচেতনতার পাঠ দেওয়া হল। মারন ভাইরাসের হাত থেকে বাঁচতে বাড়িতে থাকার পরামর্শ দিলেন বিডিও। স্থানীয় সূত্রের খবর, শান্তভাবে বোঝানোর পাশাপাশি কোথাও আবার দাওয়াই হিসেবে চোখ রাঙাতেও বাধ্য হলেন বিডিও। ছাতনার বিডিও বলেছেন, “করোনা ভাইরাস নিয়ে এখনও অনেক মানুষ উদাসীন। লকডাউনের পরেও অনেকের হুঁশ নেই। তাই আজ এলাকায় ঘুরে সচেতন করেছি। দোকান, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলছি। আর ভাল কথায় কেউ না শুনলে একটু ভয় দেখানোর জন্যই হাতে লাঠি তুলে নেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় নিজের ঝুঁকির কথা ভুলে গিয়ে দিনরাত এক করে ঘুরছেন পুলিশকর্মীরা। আমি নিজে লাঠি ধরায় সেই পুলিশকর্মীদেরও মনোবল বাড়বে।” ছাতনা বাজার ছাড়াও কমলপুর, ঝাঁটিপাহাড়ি, হরিগ্রাম, ভগবানপুর, আড়রা, মেটালা এবং লক্ষ্মীশোল-সহ ব্লকের একাধিক গ্রামে পরিক্রমা করেন বিডিও।

Related posts

Leave a Comment