লকডাউনে আইন রক্ষক থেকে ত্রাতা, সব ভূমিকাতেই পুলিশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লকডাউনে কোথাও মাইক হাতে, আবার কোথাও লাঠি হাতে জমায়েত খালি করছে রাজ্যের পুলিশ প্রশাসন। সোনারপুরে পুলিশের গাড়িতেই সন্তান প্রসব করেন এক মহিলা, শ্যামবাজার থেকে একজন পুলিশকর্মী আরজি কর হাসপাতালে গিয়ে একজন রোগীকে রক্তদান করেন। এভাবেই বারবার খবরের শিরোনামে উঠে আসছে রাজ্যের পুলিশ প্রশাসন।
উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা পুলিশ লকডাউন পরিস্থিতিজনিত কারণে আপৎকালীন চিকিৎসা পরিষেবার জন্য এবং প্রসূতিদের হাসপাতালে নিয়ে যাওয়া সহ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা চালু করেছে। আর্তের সেবায় ৬২৯২২১২৩৭৮ নম্বরের একটি হেল্পলাইন চালু করা হয়েছে বলে জানান পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
পুলিশ সুপার আরও জানান, জরুরিভিত্তিতে কোনও প্রসূতির চিকিৎসার দরকার হলে বা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে যদি গাড়ি না পাওয়া যায় তবে এই হেল্পলাইনে ফোন করলে পুলিশ তার ব্যবস্থা করে দেবে। আবার কারোর ডায়ালিসিস বা অন্য কোনও কারণে জরুরীভিত্তিক হাসপাতাল যাওয়ার প্রয়োজন হলে একইভাবে পুলিশ তাঁর সাহায্য করবে।