একাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি জারি। একাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে হবে আগামী ২৭ এপ্রিল থেকে ১৩ মে-র মধ্যে। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, একাদশ শ্রেণির পরীক্ষার ফল আগামী ৩১ মে-র মধ্যে সংসদের সমস্ত আঞ্চলিক দফতরে স্কুলগুলিকে পৌঁছে দিতে হবে। উল্লেখ করা যায়, একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচির সঙ্গে একই দিনে হয়। এক্ষেত্রে পরীক্ষার সময় ২টা থেকে ৫টা।

