CMIE ReportOthers 

সিএমআইই-র রিপোর্টে বেকারত্বের হার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেকারত্বের হার ৪ মাসে সর্বোচ্চ। উপদেষ্টা সংস্থা সিএমআইই-র রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। ওই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, ডিসেম্বর মাসে সারা দেশে ওই হার ছিল ৭.৯ শতাংশ। শহর ও গ্রামীণ অঞ্চলে যথাক্রমে ৯.৩ শতাংশ ও ৭.২৮ শতাংশ। উল্লেখ্য, আগস্ট মাসে বেকারত্বের হার ৮.৩ শতাংশে ওঠার পর কিছুটা নামে। সিএমআইই সূত্রে আরও উল্লেখ করা হয়েছে, গত মাসে কাজ বাড়েনি এমন নয়। তবে যত মানুষ কাজ খুঁজতে নেমেছেন, নতুন কাজ সেই তুলনায় ছিল কম। অন্যদিকে ইংরেজি নতুন বছরের প্রথম লেনদেনের দিনে সেনসেক্স ৯২৯ পয়েন্ট উঠেছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য, সূচকটি ফের ৫৯ হাজার পার করলেও অর্থনীতিতে সেই চাঙ্গা ভাবের প্রতিফলন নেই, তা বেকারত্বের পরিসংখ্যানেই স্পষ্ট হয়েছে।

Related posts

Leave a Comment