College StaffEducation Others 

আর্থিক সঙ্কটে কলেজের ক্যাজুয়াল কর্মীরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেতন নিয়ে সংশয় রাজ্যের কলেজগুলির ক্যাজুয়াল কর্মচারীদের। অভিযোগ, অনেক কলেজই তাঁদের বেতন দেয়নি। অতিথি শিক্ষকদের মত এই সব কর্মীদের বেতনও কলেজে দেওয়া হচ্ছে। লকডাউন পরিস্থিতিতে অধিকাংশ কলেজের ক্যাজুয়াল কর্মচারীরা সেই বেতন পাননি। অন্যদিকে শিক্ষামন্ত্রী সমস্ত কলেজকে নির্দেশ দিয়েছিলেন, অতিথি শিক্ষকদের ভাতা বন্ধ করা যাবে না। ওই প্রসঙ্গ তুলে এবার রাজ্যের কয়েক হাজার ক্যাজুয়াল কর্মীরা তাঁদের বেতন দেওয়ার আর্জি জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর কাছে এই সংক্রান্ত দাবিও জমা পড়েছে বলে খবর। সূত্রের খবর, কোথাও ফেব্রুয়ারি থেকে আবার কোথাও মার্চ মাস থেকে বকেয়া পড়ে রয়েছে কর্মীদের বেতন। প্রসঙ্গত, আগামী ১০ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ জারি হওয়ায় এমত পরিস্থিতিতে বেতন না পেলে গুরুতর আর্থিক সঙ্কটের মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment