lockdownBreaking News Others 

করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে আবার সম্পূর্ণ লকডাউন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে আবার ফিরছে সম্পূর্ণ লকডাউন। এই নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সূত্রের খবর, বৃহস্পতিবার, শনিবার ও আগামী বুধবার থাকবে লকডাউন। ওই দিনগুলিতে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানা যায়। তবে লকডাউনে ছাড় থাকছে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবায়।

পাশাপাশি বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস, গণ পরিবহণও। অন্যদিকে আওতার বাইরে থাকছে স্বাস্থ্য পরিষেবা, আইনশৃঙ্খলা, ই-কমার্স, কৃষিকাজ, চা বাগান, এবং পণ্য পরিবহণ। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, এবার থেকে সপ্তাহে দু’দিন করে সারা রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে।

এদিন তিনি আরও জানান, রাজ্যের কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ১৯ জুলাই পর্যন্ত শুধু রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন ছিল। তবে গত কয়েকদিন ধরে রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রসচিব আরও জানিয়েছেন, এই সপ্তাহ থেকে আবারও সারা রাজ্যে ২দিন করে সম্পূর্ণ লকডাউন শুরু হচ্ছে।

Related posts

Leave a Comment