Copa America-2Others Sports 

ট্রফি জয়ের হাতছানি মেসিদের- সেরা শ্রদ্ধার্ঘ্য মারাদোনাকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনাবাসীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। উল্লেখ করা যায়, গত বছর দিয়েগো মারাদোনাকে হারিয়েছে লাতিন আমেরিকার এই দেশ। ওই দেশবাসীর স্বপ্ন, মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে পারলে তা হবে ফুটবল ঈশ্বরের প্রতি সেরা শ্রদ্ধার্ঘ্য। সূত্রের খবর, করোনা আবহের জেরে ২০২০ সালের কোপা আমেরিকা এক বছর পিছিয়ে দেওয়া হয়। এবার আর্জেন্টিনাতেই এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও তা হয়নি। করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার দরুণ তা শেষ মুহূর্তে ব্রাজিলে এই টুর্নামেন্ট স্থানান্তরিত হয়। ২০১৪ সালের বিশ্বকাপের পর ২০১৯ সালের কোপাতে ব্রাজিল থেকে ফিরতে হয়েছিল লিওনেল মেসিদের। সাফল্য আসেনি। প্রসঙ্গত, এবার প্রথম ম্যাচেই চিলির সঙ্গে ১-১ ফলাফলে ড্রয়ের পর উদ্বেগ বেড়ে যায়। তবে শেষ পর্যন্ত ফাইনালে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা। ট্রফি জয়ের হাতছানি রয়েছে।

Related posts

Leave a Comment