copa america and brazilBreaking News Sports 

সেরা ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা হবে ব্রাজিলে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণ আমেরিকার বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা ৷ এই টুর্নামেন্ট আর্জেন্টিনার কাছ থেকে চলে গেল ব্রাজিলের হাতে ৷ উল্লেখ করা যায়, গত বছর কোপা আমেরিকা হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস সংক্রমণের কারণে তা ১ বছর পিছিয়ে যায় ৷ আর্জেন্টিনায় করোনা মহামারী বেড়ে চলায় এবারের টুর্নামেন্ট তারা আয়োজন করতে চায় না বলে জানিয়েছে ৷ এই অবস্থায় আয়োজকদের পক্ষ থেকে বৈঠক বসে ৷ সেখানই নির্বাচিত হয়েছে ব্রাজিল ৷ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কোপা আয়োজকরা ৷

সূত্রের খবর,নির্ধারিত সূচি মেনে আর দু সপ্তাহ বাদেই কোপা আমেরিকার ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে ৷ ১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ছিল এই সূচি ৷ দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা গত সপ্তাহে কলম্বিয়াকে আয়োজকের তালিকা থেকে বাদ দেয় ৷ কারণ সেখানে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। প্রসঙ্গত,২০১৯ সালেও কোপা আয়োজন করেছিল ব্রাজিল ৷ এবার আর্জেন্টিনার পক্ষ থেকে জানানো হয়েছে,৭০ শতাংশ মানুষ দেশে কোপা আয়োজন হোক চাইছেন না ৷ মাত্র ২০ শতাংশের মতো মানুষ চাইছেন আর্জেন্টিনায় এই খেলার আয়োজন হোক। আর ১০ শতাংশ মানুষ কোনও মন্তব্য করতে নারাজ হয়েছেন।

Related posts

Leave a Comment