riverOthers 

উত্তাল নদী-সমুদ্র : নামখানায় বাঁধে ফাটল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিম্নচাপের জেরে উত্তাল নদী-সমুদ্র। সুন্দরবনের বেশ কিছু নদী ও সমুদ্র বাঁধে ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সমুদ্র উপকূল এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে আরও জানা যায়,দক্ষিণ ২৪ পরগণা জেলায় সাগরের বঙ্কিমনগর, বোটখালি ও মহিষামারি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই জেলার নামখানা ব্লকের ঈশ্বরীপুরে বাঁধে জলস্তর বৃদ্ধি পেয়ে ফাটল দেখা দিয়েছে। এছাড়া বকখালি ও ফ্রেজারগঞ্জে জলস্তর বেড়ে সমুদ্র হয়ে উঠেছে উত্তাল। প্রবল জোয়ার বৃদ্ধির জেরে বেশ কয়েকটি নদীবাঁধ ফাটল ধরে ও বাঁধ ছাপিয়ে নতুন করে জল ঢুকে এলাকা প্লাবিত করেছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment