De Florence Onda-1Others 

তৃতীয় গভীরতম সমুদ্র-খাতেও প্লাস্টিকের সন্ধান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সমুদ্র-খাতে প্লাস্টিক। বিশ্বের তৃতীয় গভীরতম সমুদ্র-খাতেও পাওয়া গিয়েছে প্লাস্টিক। সূত্রের খবর, ফিলিপাইনের সমুদ্র-বিজ্ঞানী ডি ফ্লোরেন্স ওন্ডা সাম্প্রতিককালে পৃথিবীর তৃতীয় গভীরতম সমুদ্র-খাত ফিলিপাইন ট্রেঞ্চের ১০০০ মিটার গভীরে অভিযান চালিয়েছেন। ওই অভিযান চালানোর সময় এক টুকরো প্লাস্টিককে জেলিফিশ ভেবে ভুল করেছিলেন। উল্লেখ করা যায়, এই এলাকাটি বিজ্ঞানীদের কাছে বিশেষ পরিচিত ছিল না। লক্ষ্য করা গিয়েছে, সেখানেও পৌঁছে গিয়েছে প্লাস্টিক দূষণের বিষটিও।

Related posts

Leave a Comment